আমি সর্ব প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। যিনি আমাদের আশরাফুল মাখ্লুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মীদের প্রতি, যিনারা আমাকে বিগত ২০০২ ইং সন হতে আজ পর্যন্ত মেধা, শ্রম, সময় ও আর্থিক সহায়তা দানে প্রতিষ্ঠানটি গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আমাদের এতো শ্রম, ঘাম,মেধা, সময় ও অর্থ, আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত প্রয়াসে প্রত্যন্ত গ্রামীণ জনপদের অনগ্রসর নারী জাতীকে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আলোকিত ও স্ব বিনির্মানের মহৎ উদ্দেশ্যে গাড়াবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ২০০২ ইং সনে মনোরম পরিবেশে ভৈরব নদীর তীরে প্রতিষ্ঠিত করা হয়।
বিদ্যালয়টি নারী শিক্ষা বিস্তারে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম পথিকৃত বিদ্যালয়টি অগণিত শিক্ষার্থী সম্পুর্ন বিনা বেতনে শিক্ষা বিস্তারে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। মান সম্মত শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রেও এই বিদ্যালয়টি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকার শ্রমজীবি মানুষ থেকে শুরু করে জ্ঞানী গুনী, শিক্ষানুরাগী, শিক্ষক শিক্ষার্থী, অবিভাবক, ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি ও সর্ব স্তরের মানুষের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি অনেক চড়াই উৎরাই পেরিয়ে বিগত ২০২২ সনে এমপিও ভুক্তি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে আল্লাহর উপর ভরসা করে এবং সকলের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি আরো উন্নয়ন কামনা করছি আমিন।
মোঃ মুস্তাকিম রহমান
প্রধান শিক্ষক
গাড়াবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়